কলকাতা 

গান্ধীজিকে অসুর বানিয়ে রাতারাতি বিখ্যাত হওয়া ব্যক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে মাত্র ৮১ টি ভোট পেয়েছিলেন, কে এই চন্দ্রচূড় গোস্বামী? কি তাঁর পরিচয়? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অখিল ভারতীয় হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এই প্রথম কলকাতার রুবি পার্কে দুর্গাপুজোর আয়োজন করা হয়। আর প্রথম বছরই বিতর্কে জড়িয়ে গেল অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজো। এখানে মহিষাসুর রূপে মহাত্মা গান্ধীর আদলকে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।আর এই অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবাংলার রাজনীতি।

এই মুহূর্তে সকলের জানতে ইচ্ছা করছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার ঘোষিত সভাপতি চন্দ্রচূড় গোস্বামী আসলে কে? কে এই চন্দ্রচূড়? পরিবেশ বিজ্ঞানের ছাত্র হিসাবে এখন গবেষণা করছেন এই যুবক। তবে বরাবরই গেরুয়া শিবিরের লোক হিসাবে পরিচিত চন্দ্রচূড় গোস্বামী! একইসঙ্গে চন্দ্রচূড় গোস্বামী আবার আরএসএসের ডিজিটাল টিভি স্বস্তিকার প্রধান সম্পাদকও বটে।

Advertisement

তবে সকলেই হয়তো জানেন না এই চন্দ্রচূড় গোস্বামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে মাত্র ৮১ টা ভোট পেয়েছিলেন। তিনি এখন পরিবেশ বিজ্ঞানের উপরে গবেষণা করছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজও করেছেন। তবে এসবই করেছিলেন পর্দার আড়ালে থেকে এবার থেকে চন্দ্রচূড় গোস্বামী পর্দার ভেতর থেকে বেরিয়ে এসে আত্মপ্রকাশ করলেন। কোনরকম রাখ ঢাক না রেখে রেখে স্পষ্ট করে বললেন জাতির জনক হিসাবে মহাত্মা গান্ধীকে আমি মানি না। একইসঙ্গে তিনি বললেন মহাত্মা গান্ধী পরিচিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীদের নাম ব্রিটিশদের কাছে জানিয়ে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কারের জন্য এবং ভগৎ সিংকে নিয়ে তাঁর ভূমিকা যথেষ্ট সন্দেহজনক।

গেরুয়া শিবিরের ঘনিষ্ট হওয়া সত্ত্বেও চন্দ্রচূড় গোস্বামী যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পর্যন্ত কটাক্ষ করেছেন এর পেছনে কারা আছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ