দেশ 

উত্তরপ্রদেশে জোড়া দুর্ঘটনায় মৃত ৩১, শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: উৎসবের সময় উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ জন পুণ্যার্থী। একই দিনে দু-দুটি দুর্ঘটনা হয়েছে উত্তরপ্রদেশে যা নিয়ে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের পাশে রাজ্য এবং কেন্দ্র সরকার রয়েছে বলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে আর্থিক সাহায্য ঘোষনা করা হয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে উন্নাওয়ের ঘাটামপুর এলাকায়। চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ৫০ জন পুণ্যার্থীকে নিয়ে একটি ট্রাক্টর ট্রলি ফিরছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। পুলিশ সূত্রের খবর, অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।

Advertisement

এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ষীয়ান মন্ত্রী রাকেশ সঞ্চন ও অজিত পাল। আমজনতাকে যাত্রীবাহী পরিবহণ হিসেবে ট্রাক্টর-ট্রলি ব্যবহার না করার আরজি জানিয়েছেন দুই মন্ত্রীই।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানপুরের আরহিন উড়ালপুলের কাছে লরি-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়। অভিযোগ, মালবোঝাই লরিটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা টেম্পোকে মুখোমুখি ধাক্কা পারে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ