কলকাতা 

আজও তিনি কত প্রাসঙ্গিক, রাজা রামমোহন রায়ের ১৮৯-তম তিরোধান দিবসে বললেন বিশিষ্ট লেখক ড. কনিষ্ক চৌধুরী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: জন্মের আড়াইশো বছর পেরিয়েও যাঁর অবদান আজও ভুলতে পারে নি পৃথিবী, মহান সেই মনীষী রাজা রামমোহন রায়ের ১৮৯-তম তিরোধান দিবস কলকাতার রামমোহন লাইব্রেরিতে পালিত হলো গত মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর। রাজা রামমোহন রায় লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুম এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ছিল এই অনুষ্ঠান। ‘রাজা রামমোহন : ফিরে দেখা’ এই শিরোনামে এদিনের অনুষ্ঠানটি তিন পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে স্মারক বক্তৃতা, দ্বিতীয় পর্বে ছাত্রীদের নিয়ে কুইজ অনুষ্ঠান, তৃতীয় পর্বে তথ্যচিত্র প্রদর্শনী।

রাজা রামমোহন রায়ের কর্ম, জীবন এবং আজও তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ এক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ড. কনিষ্ক চৌধুরী।

Advertisement

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইজের অনুষ্ঠানে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের ছাত্রীরা অংশ নেয়। ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

তৃতীয় পর্ব ছিল তথ্যচিত্র প্রদর্শনী। দুটো তথ্যচিত্র দেখানো হয়, যার একটি বেহালা কলেজের ছাত্ররা এবং অপরটি রাজা রামমোহন রায় লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুমের পক্ষ থেকে প্রযোজিত হয়েছে।

এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের শিক্ষিকা সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন-এর ডেপুটি ডিরেক্টর সুবিমল মুখুটি, এস সরকার, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ রাজা রামমোহন লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুমের সভাপতি ডা.সুবীর গাঙ্গুলী, সঞ্জিত মিত্র, সজল মিত্র প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ