দেশ 

গোয়া বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি ১৭.৭৫ কোটি, তৃণমূল কংগ্রেস ৪৭.৫৪ কোটি খরচ করেও একটি আসনও পায়নি!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ঢাক ঢোল পিটিয়ে গোয়া বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়েছিল। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা তারা খরচা করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। গোয়া বিধানসভা নির্বাচনের আগে প্রচারের মাত্রা কে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল মনে করা হচ্ছিল গোয়া বিধানসভা জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস অন্যদিকে শাসক বিজেপি মাত্র ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা খরচা করে ক্ষমতায় বসেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, গত মার্চে গোয়া বিধানসভা ভোটে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি খরচ করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছিল ১২ কোটি টাকা।

Advertisement

এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১১ প্রার্থীকে মোট ২৫ লক্ষ টাকা করে দিয়েছিল। প্রচারেও অল্পবিস্তর খরচ করে মোট ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা। শিবসেনা গোয়ায় ১০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। মোট খরচ করেছে ৯২ লক্ষ টাকা। তবে তাক লাগিয়েছে তৃণমূল! গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। একটায় জয় আসেনি। তবে মমতার দল খরচ করেছে প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা। অন্য দিকে, গোয়ার শাসক দল বিজেপি খরচ করেছে মাত্র ১৭.৭৫ কোটি টাকা।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ