জেলা 

ডেঙ্গু মোকাবিলায় জরুরী বৈঠক দেগঙ্গা প্রশাসনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : করোনা প্রকোপের হাত থেকে বাংলা যখন ধীরে ধীরে শান্ত পরিবেশ ফিরে আসছে, সেইরকম পরিস্থিতিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব স্বাস্থ্য দপ্তরকে ভাবিয়ে তুলেছে। উল্লেখ্য ডেঙ্গুর প্রাদুর্ভাব কে ঠেকিয়ে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জোরকদমে জেলা থেকে ব্লক,সর্বস্তরে অভিযানে নেমেছে।

শুক্রবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকে বারাসাত মহাকুমা শাসক সোমা সাউ এর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি জন প্রতিনিধিদের প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়ে কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আলোচনায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্থ করা। সর্বপরি সকলের প্রচেষ্টায় দেগঙ্গা সহ অন্যত্র ডেঙ্গু দূরভীত হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন সমাজ সচেতন দেগঙ্গাবাসী অতিদ্রুত সুস্থ সমাজ ব্যবস্থায় ফিরে আসবে।বিএমওএইচ ডাঃ কীরিটী সাহা জানান প্রত্যেক গ্ৰামে ভিআরপি দলকে আরও সক্রিয়তার সঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের উদ্যোশে তিনি বলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান জানায় জনপ্রতিনিধিরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং প্রত্যেক দিন সদলবলে এলাকা পরিদর্শনে যাবে।

Advertisement

উক্ত আলোচনা সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, প্রধান হূমায়ুন রেজা চৌধুরী, পারভিন সুলতানা,বাবলু পাড়ুই, শম্পা কাহার, রিঙ্কু সাহাজি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ