ডিসেম্বর মাস থেকে সরকার চালাতে দেব না ফের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বাংলার জনরব ডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় এবার মমতা সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মমতা সরকারের প্রাক্তন শিক্ষা মন্ত্রী প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং প্রাক্তন এসএসসির উপদেষ্টার চেয়ারম্যান যখন সিবিআই এর হেফাজতে ঠিক তখনই শুভেন্দু হুংকার দিলেন ডিসেম্বর মাস থেকে সরকার চালাতে দেব না।
বঙ্গ বিজেপির নেতারা বলছেন আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন নেতা মন্ত্রী জেলে যাবেন দুর্নীতির ইস্যুতে। এই পরিস্থিতিতে সরকারকে সংকটে ফেলবে সেই সংকট মোকাবেলা করে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারকে টিকিয়ে রাখতে পারবেনা। ফলে সরকারের পতন হবে বলে বঙ্গ বিজেপির একাংশের অভিমত।
ইতিমধ্যে শুভেন্দু অধিকারী দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। এরা সকলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গেছে শুভেন্দু অধিকারীর দাবি এরকম নাকি একশ জনের তালিকা তার কাছে আছে।
শুভেন্দু দাবী করেছেন শুধু ১০০ জনের তালিকা নয় শাসকদলের কার্যালয়ে বসে টাকা নিচ্ছেন এরকম ভিডিও তার কাছে রয়েছে ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি সংকটের মধ্যে পড়তে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতারা দাবি করছেন আগামী ডিসেম্বর মাসের পর থেকে এই সরকার আপনার থেকেই পড়ে যাবে। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী সঠিক কথা বলছেন নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছেন।