কলকাতা 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ যার প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে ।

মঙ্গলবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতায় ভারী বৃষ্টি হবে কি না, এখনও স্পষ্ট নয়। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

হাওয়া অফিস আরও জানিয়েছে যে, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। বুধবার ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে মৎস্যজীবীদের মাঝ সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ