দেশ 

১৭ জন বাঙালি মুসলিম আজমির যাওয়ার পথে উত্তরপ্রদেশে রাস্তায় নামাজ পড়ে গ্রেফতার!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলা থেকে ১৭ জন পর্যটক  আজমিরের খাজা বাবার মাজার জিয়ারত করতে গিয়ে যোগী রাজ্যে গ্রেফতার হলেন। এইসব পর্যটকদের অপরাধ তারা নাকি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোন একটি ধাবার সামনে কাপড় পেতে নামাজ পড়ছিলেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর সংলগ্ন  শাহজাহানপুরের ২৪ নম্বর জাতীয় সড়কের পাশে।

বাঙালি এই পর্যটকদের অনেকেই উত্তরপ্রদেশ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, সম্প্রতি সেখানে যোগী আদিত্যনাথ এর সরকার যে রাস্তা কিংবা রাস্তার পাশে নামাজ পড়া নিষিদ্ধ করেছে। পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম থেকে যাওয়া এই ১৭ জন যাত্রী আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছিলেন। সেই সময় ওই পথ ধরে যাচ্ছিলেন এলাকার দোদন্ড প্রতাপ আরএসএস নেতা রাজেশ অবস্তি তিনি নামাজ পড়া দেখে গাড়ি থেকে নেমে ভিডিও তুলতে থাকেন। রাজেশ বাবুর ভিডিও তোলা দেখে বাঙালি এই সকল পর্যটক ভয় পেয়ে যান তাড়াতাড়ি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন কিন্তু বাদ সাধেন রাজেশ এবং তার সঙ্গীরা।

Advertisement

এই ১৭ জন পর্যটককে আটক করা হয় এবং তাদেরকে রীতিমতো ঘিরে ধরে মারধর করার হুমকি দেওয়া হয়। এদের সকলকেই কান ধরে উঠবস করানো হয় এবং কেন নামাজ পড়ছিলেন তা জানতে চাওয়া হয়? ১৭ জন পর্যটকদের পক্ষ থেকে বলা হয় যে তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গেলে রাস্তার ধারে কাপড় বিছিয়ে নামাজ পড়ে থাকেন সেই অভ্যস্ত থেকেই এখানে নামাজ পড়েছেন! এরপর রাজেশ অবস্তী তাদের উদ্দেশ্যে বলেন ,পশ্চিমবাংলায় আইনের শাসন নেই উত্তরপ্রদেশে বাবাজির শাসন চলছে এখানে রাস্তার ধারে নামাজ পড়া যাবে না।

এরপরই নিরীহ এই বাঙালি পর্যটকদের পুলিশ ডেকে গ্রেফতার করা হয় এবং তারা যে গাড়িতে করে যাচ্ছিলেন সেই গাড়িটিও আটক করে পুলিশ। প্রশ্ন উঠেছে একজন ভারতীয় নাগরিক দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার তার অধিকার রয়েছে যেমন একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে  অন্য সম্প্রদায়ের কোন অসুবিধা না করে ধর্ম পালনের অধিকার রয়েছে। তাহলে কেন উত্তরপ্রদেশে ১৭ জন বাঙালি পর্যটককে গ্রেফতার করা হলো!

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ