দেশ 

সিবিআইয়ের আধিকারিকদের হুমকি ? এই অভিযোগে দিল্লির বিশেষ আদালতে তেজস্বীর জামিন খারিজের আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নতুন করে বিহারে খেলা শুরু করল অমিত শাহ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই অফিসারদের হুমকি দেয়ার হয়েছে এই অভিযোগ জানিয়ে লালুপুত্র তেজস্বী যাদবের জামিন খারিজের দাবিতে শনিবার দিল্লির বিশেষ সিবিআই আদালতে আবেদন জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ,ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর দুর্নীতি মামলার তদন্তকারী সিবিআই অফিসারদের হুমকি দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব।

দিল্লির পটিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজ ব্যক্তিগত এক লাখ টাকার বন্ডে ২০১৮ সালে আইআরসিটিসি দুর্নীতি মামলায় অভিযুক্ত তেজস্বী এবং তাঁর মা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর জামিন মঞ্জুর করেছিলেন। আইআরসিটিসি-র হোটেলের কাজকর্ম চালানোর দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া নিয়ে ২০০৬ সালের দুর্নীতির ওই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী লালু, আইআরসিটিসি-র প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর পি কে গয়াল, লালু-ঘনিষ্ঠ আরজেডি নেতা প্রেমচন্দ্র গুপ্তর স্ত্রী সরলা।

Advertisement

রাঁচী ও পুরীতে রেলের দু’টি হোটেল বণ্টনের টেন্ডারে দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে লালু, রাবড়ি, তেজস্বীদের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। অভিযোগ, লালু যখন রেলমন্ত্রী ছিলেন, সে সময় রেলের ওই দু’টি হেরিটেজ হোটেলের টেন্ডার একটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। পরিবর্তে সেই সংস্থার কাছ থেকে দু’একর জমি নেওয়ার অভিযোগ ওঠে লালুর বিরুদ্ধে।

বিহারে সম্প্রতি বিজেপির সঙ্গে ছেড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি(ইউ) হাত মিলিয়েছে আরজেডি, কংগ্রেস এবং বামেদের সঙ্গে। তার পরেই নতুন করে লালু পরিবারের বিরুদ্ধে সিবিআই ‘সক্রিয়’ হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। শনিবার সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে তেজস্বীর জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে দিল্লির বিশেষ আদালত।

এই মামলা কতখানি গ্রহণ যোগ্যতা পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই তবে এ কথা ঠিক বিহারে বিজেপি সরকার হারিয়ে তেজস্বী যাদবকে অন্য পথে জব্দ করার চেষ্টা করছে। আর তারই অঙ্গ হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অতি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ