কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলীকে গ্রেফতার করল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের পর আরো এক নক্ষত্রের পতন ঘটলো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কালপ্রিট বলে পরিচিত মধ্যশিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ বৃহস্পতিবার গ্রেফতার করলো সিবিআই।টানা সাড়ে ৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই নাম জড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly)। তাঁকে একাধিকবার জেরার মুখেও পড়তে হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ ফের সিবিআই দপ্তরে হাজিরা দেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বহু নথি নিয়ে গিয়েছিলেন তিনি। সন্ধে ৬ টানা নাগাদ তাঁকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে শারীরিক পরীক্ষার জন্য। সূত্রের খবর, এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই এই গ্রেফতারি।

Advertisement

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ