প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসির দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে হেফাজতে চাইলো সিবিআই, এই মর্মে আলিপুর আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির
বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার সিবিআই হেফাজতে চাইল। এই মর্মে আজ বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টে সিপিআই এর পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওই আবেদনে আদালতের কাছে অনুরোধ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করছে সিবিআই। আর এই তদন্ত প্রক্রিয়া নেমে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে পার্থর যোগসূত্র খুঁজে পাচ্ছে সিবিআই। এই পরিস্থিতিতে আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিবিআই। আর তদন্তের স্বার্থেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থাটি।
এসএসসি নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগে গত প্রায় দু’মাস ধরে হেফাজতে রয়েছেন পার্থ। আপাতত তিনি প্রেসিডেন্সি জেলে। সিবিআই তাদের আবেদনে বলেছে, শুক্রবারই পার্থকে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরের আদালতে হাজিরা দিতে হবে। পার্থকে জেল হেফাজত থেকে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সেখানেই।
গত ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি। তার পর ১৪ দিন ইডির হেফাজতে থাকার পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় পার্থকে। মনে করা হচ্ছে সিবিআর এই আবেদনে আদালত সাড়া দিবেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের হেফাজতে যেতে হতে পারে।