জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

১২৫তম জন্মবর্ষে কবি বিজয়লাল চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা স্মরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ উদযাপিত হল নদিয়ার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে। ১০ সেপ্টেম্বর ২০২২ সেখানে শ্রদ্ধা-স্মরণ : কবি বিজয়লাল চট্টোপাধ্যায় (১২৫তম জন্মবর্ষ) শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট বিজয়লাল অনুরাগী কবি রামকৃষ্ণ দে।

বিজয়লাল চট্টোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষকে স্মরণীয় রাখতে চাপড়া জনপদে এহেন আয়োজন এই প্রথম করা হল। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংস্থাকে এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক দীপাঞ্জন দে বলেন, “কবি বিজয়লাল চট্টোপাধ্যায় আমাদের নদিয়া জেলার গর্ব। একাধারে তিনি কবি, সম্পাদক, এবং অন্যতম স্বাধীনতা সংগ্রামী। ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর ১২৫তম জন্মবর্ষের সূচনা হল। তাঁর জন্ম কৃষ্ণনগরে এবং শেষ জীবন কেটেছে বড় আন্দুলিয়ার লোকসেবা শিবিরে। বিজয়লালের মতো গুণী ব্যক্তি বর্তমানে একেবারেই অনালোচিত।

Advertisement

এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা কবি বিজয়লাল সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে চেয়েছি।” বক্তা রামকৃষ্ণ দে চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও বাংলা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভার উদ্যোগকে কুর্ণিশ জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্পদনারায়ণ ধর আয়োজকদের ধন্যবাদ জানান।

কবি বিজয়লালের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান বক্তা রামকৃষ্ণ দে। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড. নিরঞ্জন গুহ। কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক চিরঞ্জিত প্রামাণিক উদ্বোধনী সংগীত পরিবেশন করেন, যেটি বিজয়লালেরই লেখা চারণদলের গান— “নতুন করিয়া আমরা ধরায় রচিব প্রেমের বৃন্দাবন/ সবার উপরে মানুষ সত্য গাহিব আমরা চারণগণ।” সবশেষে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন দীপাঞ্জন দে। ধন্যবাদ জ্ঞাপন পর্বে কবি বিজয়লাল সম্পর্কিত কিছু নিঃশেষিত পুস্তিকা তিনি সকলকে দেখান। কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, এলাকাবাসী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। সার্বিক দিক থেকে বলা যায় যে, চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান অত্যন্ত নিষ্ঠাভরে পালন করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ