কলকাতা 

মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে এবং সার্বিক শিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন কাজ করছে : একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আজ রবিবার বৈঠক অনুষ্ঠিত হয় তৃণমূল ভবনে। এদিনের বৈঠকের সভাপতিত্ব করেন তৃণমূল কংগ্রেস মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ এবং তরুণ তুর্কি তৃণমূল নেতা এ কে এম ফারহাদ। এদিনের সভায় বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজ্য সভাপতি একেএম ফারহাদ স্পষ্ট জানিয়ে দেন মাদ্রাসা সংক্রান্ত এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা অসুবিধা সর্বোপরি শিক্ষার সার্বিক উন্নয়নে আমাদের সংগঠন কাজ করবে। আগামী দিনে এই কাজকে ত্বরান্বিত করার জন্য পাঁচজনের একটি কমিটি তৈরি করা হবে। যা পূজোর পর কাজ শুরু করবে। রাজ্যস্তরে গঠিত এই পাঁচজনের কমিটি মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা শিক্ষা অধিকার দফতরে এবং মাদ্রাসা বোর্ডে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।

Advertisement

কোন মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে আবার কোথাও কোথাও মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক পাঠানোর পরেও তাদেরকে নেওয়া হচ্ছে না বিভিন্ন অজুহাতে সরিয়ে রাখা হয়েছে এই বিষয়গুলি নজরদারি করবে এই পাঁচজনের কমিটি বলে রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, জেলায় জেলায় এই ধরনের কমিটি গঠন করা হবে যারা ডিআই অফিস এবং ডিসটিক মাইনরিটি অফিস গুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুর্গা পূজার পরই কলকাতায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশন। এক বড় সম্মেলনের আয়োজন করবে। এদিন রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, একমাত্র আমাদের সংগঠন সাধারণ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করবে। আর যত সংগঠন আছে সবই হচ্ছে ভুঁইফোর সংগঠন। এদের অস্তিত্ব বেশিদিন থাকবে না। কারণ এরা নিজেদের স্বার্থে এইসব সংগঠনগুলো চালাচ্ছে মাদ্রাসার স্বার্থে নয় কিংবা মাদ্রাসার শিক্ষকদের স্বার্থে নয়। অবিলম্বে আমাদেরকে উদ্যোগই হতে হবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

রাজ্য সভাপতি আরো বলেন মনে রাখতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় আমরা সবাই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমাদেরকে কাজ করতে হবে আগামী দিনে বিজেপিকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন বিজেপির বিরুদ্ধে আমাদেরকে সঙ্ঘবদ্ধভাবে আন্দোলন করতে হবে এইসব অশুভ শক্তিকে বাংলায় প্রবেশ করতে দেওয়া যাবে না।

রাজ্য সভাপতি একেএম ফারহাদের  বিশেষ অনুরোধে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট লেখক ও শিক্ষক ইবাদুল ইসলাম বলেন, সমগ্র রাজ্যজুড়ে যা চলছে সবটাই ষড়যন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে বিনষ্ট করার জন্য একটা অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের শিক্ষক সমাজকে সচেতন ভাবে এগিয়ে আসতে হবে।তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্য সভাপতি একেএম ফারহাদের প্রতি কারণ তিনি এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য এবং বলার সুযোগ করে দেয়ার জন্য। এদিন ইবাদুল ইসলাম প্রস্তাব দেন প্রত্যেকটা মাদ্রাসাতে তৃণমূল মাদ্রাসার টিচার অ্যাসোসিয়েশনের সংগঠন গড়ে তুলতে হবে। এই প্রস্তাবকে সমর্থন করেন রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক, জার্জিস হোসেন, নামদার শেখ, মনিরুল ইসলাম মঞ্জুর আহমেদ, রেজাউল খান, শেখ আব্দুল্লাহ প্রমুখ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ