কলকাতা 

স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম চেয়ারম্যানকে হস্তান্তরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম পাহারায় হাই কোর্টের নির্দেশে মে মাস থেকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সেই ডেটা রুম খোলার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবেন সিবিআই আধিকারিকেরা। নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ-ও জানান, সল্টলেকের এসএসসি ভবনে ডেটা রুমের পাহারা থেকে সরিয়ে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। যে কারণে ডেটা রুম ‘কব্জা’য় নিয়েছিল সিবিআই, তা পূরণ হয়েছে। তদন্তকারীদের আর কোনও তথ্যের প্রয়োজন নেই।

চলতি বছরের ১৮ মে প্রথম বার এসএসসি ‘দুর্নীতি’-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে সিবিআই। তখনই এসএসসি ‘দুর্নীতি’ নিয়ে মামলাকারীদের মনে আশঙ্কা তৈরি হয় যে, এএসসি ভবনের ডেটা রুম থেকে তথ্য চুরি হতে পারে। সে কারণেই গত ১৮ মে রাতেই মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, নথি নষ্ট করা হতে পারে। তাই দফতরের ডেটা রুমকে এখনই ‘সিল’ করা উচিত। ওই রাতেই শুনানি শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, এসএসসি ভবন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী। সেখানে ঢুকতে বা বেরোতে পারবে না।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ