খাস কলকাতায় এক বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ
বাংলার জনরব ডেস্ক : খাস কলকাতায় এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার ট্যাংরার ৫৭ নম্বর ওয়ার্ডে একটি বহুতল আবাসনের পাশের রাস্তায় থাকতেন গীতা মণ্ডল (৬৫)। অভিযোগ, বুধবার কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাঁর গোলমাল হয়। তারই জেরে তারা তাঁকে মারধর করে। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মহিলার মৃত্যু হয়।
বুধবার রাতে মহিলার ছেলে রবীন্দ্র মণ্ডল ট্যাংরা থানার পুলিশের কাছে তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ জানান। অভিযুক্তরা হল সম্পর্কে মহিলার ননদ, ননদের ছেলে ও ননদের পুত্রবধূ। ওই অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে।
তবে শহরে একের পর খুনের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবারের প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ প্রশাসনের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের কার্যত সব স্তরের কর্তা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। রাজ্যের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী ৭ দিনের ডেডলাইন দিয়েছেন বলে খবর।