দেশ 

বেঙ্গালুরু শহরে ট্রাফিক জ্যামের কারণে তথ্যপ্রযুক্তি সংস্থার ২২৫ কোটি টাকা ক্ষতি একদিনে, দ্রুত ব্যবস্থা নিন না হলে অফিস সরিয়ে নিতে হবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালো আইটি সংস্থা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরু শহরে ভয়াবহ ট্র্যাফিক জ্যামের কারণে তথ্যপ্রযুক্তি সংস্থার প্রায় ২২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গত ৩০ অগস্ট জ্যামের জন্য পাঁচ ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন ওই সংস্থার কর্মীরা। তারই পরিণতি এই বিপুল আর্থিক ক্ষতি। এ নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চিঠিও লিখেছে সংশ্লিষ্ট সংস্থা।

মুখ্যমন্ত্রীকে চিঠিতে ওই সংস্থা জানিয়েছে, শহরের আউটার রিং রোড চত্বরে পাঁচ লক্ষ মানুষ কাজ করেন। বেঙ্গালুরুর কৃষ্ণরাজাপুরম থেকে সেন্ট্রাল সিল্ক বোর্ড এলাকায় প্রচুর অফিস রয়েছে। পরোক্ষ ভাবে ১০ লক্ষ মানুষের রুজিরোজগার জড়িত এর সঙ্গে। আর সেখানেই যোগাযোগ পরিকাঠামো খারাপ।

Advertisement

সব সময় ট্র্যাফিক জ্যামের জন্য সমস্যায় পড়েন কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার পরিকাঠামোর উন্নতিতে সরকার কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেছে তারা।

ওই তথ্যপ্রযুক্তি সংস্থার আরও দাবি, ট্র্যাফিক জ্যামের কারণেই এক দিনে ২২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, অন্য কোনও জায়গায় অফিস উঠিয়ে নিয়ে যেতে হবে বলেও মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছে তারা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ