জেলা 

মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণে, কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন,দেগঙ্গা ও হাড়োয়া: পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা যোজনা,একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলেই বর্তমান সময়ে নারী জাতিরা নিজেদের স্বাবলম্বী করে তুলছে। রাজ্যের এই পদক্ষেপের ফলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলারা নানারকমের হাতের কাজের জন্য বিভিন্ন রকমের উপকরণ সরকারি সাহায্যে পেয়ে থাকে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো আমাদের প্রতিবেদক।

উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার ৩৬ নং জেলা পরিষদ কেন্দ্র থেকে নির্বাচিত বর্তমানে জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদকে নিত্যনৈমিত্তিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা যায় দুঃস্থ অসহায় মানুষের মধ্যে। কখনো হাসপাতাল কখনো শ্মশান কিংবা কারো নিত্যপ্রয়োজনে বিপদের সঙ্গী হয়ে অহরহ তাকে পাশে দাঁড়াতে দেখা যায়। বিগত দিনে শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষকে ট্রাই সাইকেল কিংবা বিভিন্ন উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তুলতে সেলাই মেশিন সহ বিভিন্ন দ্রব্যাদি তুলে দিতেও দেখা গেছে।

Advertisement

উল্লেখ্য শনিবার দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভা এলাকায় বেশ কিছু মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদের স্বনির্ভর হতে সাহায্য করেন ফারহাদ। সেলাই মেশিন প্রাপ্ত একজন উপভোক্তা বলে জনপ্রতিনিধি হিসেবে ফারহাদ সাহেবের কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিন এরকম কাজের মানুষ যাতে জনগণের বৃহত্তর স্বার্থে কাজে আসে সেদিকে নজর রাখার আহ্বান করে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ