জেলা 

সিবিআইয়ের হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি, বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতিতে জেরবার তৃণমূল কংগ্রেস। পার্থ অর্পিতা এবং অনুব্রত মণ্ডলের পর এবার গ্রেফতার হলেন হালিশহর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি। শুক্রবার চিটফান্ড মামলায় তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর ওই তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে।‘সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড সংস্থা’র দুর্নীতি মামলায় রাজু অভিযুক্ত ছিলেন।

শুক্রবার রাজুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের একটি সূত্র দাবি করেছে, কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে সম্পত্তির ‘ডিড’। তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তৃণমূল কাউন্সিলরের প্রচুর টাকা রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।পরে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়েছে।

Advertisement

হালিশহরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা এবং কাউন্সিলর ছিলেন লক্ষ্মণ সাহানি। তাঁর ছেলে রাজু এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন। রাজুর গ্রেফতারির ঘটনায় এ পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ