কলকাতা 

Jakia Jafri Case: জাকিয়া জাফরির মামলার রায়: ‘এর পর দেশবাসী আদালতের কাছে বিচার চাইতে গেলে তো দু’বার ভাববে!’, দাবি করলেন চমস্কিরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০০২ সালে গোধরা কান্ডের পর গুলবার্গ সোসাইটি হত্যাকান্ডে প্রাক্তন সাংসদ এহসান জাফরিকে যে নারকীয়ভাবে খুন করা হয় তা সেই সময় দেশ তো বটেই আন্তর্জাতিক মহলেও সমালোচনা হয়েছিল । খোদ তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এই ইস্যুতে রাজধর্ম পালনের বার্তা দিয়েছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে । কিন্ত সেই মামলা সম্প্রতি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় । শুধু তাই নয় , এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন মানবাধিকার কর্মী তিস্তা শীতলাবাদ । তাঁকেও গ্রেফতার করেছে গুজরাট পুলিশ । এই প্রেক্ষাপটে বিশ্বের জনপ্রিয় বুদ্ধিজীবী নোয়াম চমস্কি সহভিকু পারেখ, উইন্ডি ব্রাউন, শেলড পোলকের মতো বিশিষ্টরা সুপ্রীম কোর্টে  এই মামলা খারিজের বিষয়টি ভাল ভাবে দেখছেন না । পাশাপাশি, সুপ্রিম কোর্টকে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন চমস্কিরা।

গোধরার ঘটনার প্রেক্ষিতে বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্টকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তা খারিজ করে সিটের তদন্তকেই যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, তা নিয়ে ‘আপত্তি’ করেছেন চমস্কিরা। তাঁদের মতে, জাফরির আবেদন খারিজ করার সময় যে যুক্তি সুপ্রিম কোর্ট দিয়েছে, তা এক প্রকার ‘অন্যায়’। আবেদনকারীর বক্তব্য শোনার অপেক্ষাই করেনি শীর্ষ আদালত। এর ফলস্বরূপ তিস্তা শীতলাবাদকে গ্রেফতার করেছে প্রশাসন। বিবৃতিতে এই বিশিষ্টরা লিখেছেন, ‘এর পর দেশবাসী আদালতের কাছে বিচার চাইতে গেলে তো দু’বার ভাববে!’

প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা ঘটনায় স্বামী এহসানকে হারিয়েছিলেন জাকিয়া। এহসান কংগ্রেসের সাংসদ ছিলেন। এহসান-সহ গুলবার্গ সোসাইটির সেই হত্যাকাণ্ডে প্রাণ হারান ৬৯ জন। গুজরাতের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ঘটনায় মুখ ফিরিয়ে ছিলেন বলে অভিযোগ করেন জাকিয়া। যদিও সুপ্রিম কোর্টের বিশেষ তদন্তকারী দল মোদী ও বেশ কয়েক জন আমলাকে ওই মামলায় ক্লিন চিট দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে এত দিন নিম্ন আদালতে লড়াই চালিয়েছেন জাকিয়া। তার পরে গুজরাত হাই কোর্ট পর্যন্ত গেলেও গত বছর তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৮০ বছরের জকিয়া। কিন্তু সুপ্রিম কোর্টও সেই আবেদন খারিজ করে দেয়। সম্প্রতি এ নিয়ে রাজ্যসভায় সরব হয়েছে কংগ্রেস।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ