জেলা 

রবিবার দুপুরে বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । রবিবার দুপুরে আচমকাই সিবিআই আধিকারিকরা ‘অনুব্রত-ঘনিষ্ঠ’ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দেন। তিনি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ পরিচিত

বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ। তিনি অনুব্রতর ‘ছায়াসঙ্গী’ হিসাবে পরিচিত। বোলপুরের কালিকাপুরে দোতলা বাড়ি রয়েছে বিদ্যুৎবরণের। রবিবার তাঁর বাড়িতে দুপুর দেড়টা নাগাদ হানা দেন সিবিআই আধিকারিকরা। একটি গাড়িতে চড়ে তাঁরা পৌঁছন বিদ্যুৎবরণের বাড়িতে। এর পর শুরু হয় তল্লাশি। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার মতো বিদ্যুৎবরণও কয়েকটি সংস্থার ডিরেক্টর।

দিন কয়েক আগে বোলপুরেরই ‘বোম ভোলে’ চালকলে হানা দেয় সিবিআই। সেই চালকলের ভিতরে পাওয়া যায় পাঁচটি দামি গাড়ি। সেই গাড়িগুলিতে সাঁটানো ছিল ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকার। পাওয়া যায় পাইলট কারও। গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতারের আগে নানুরের বাসাপাড়ার তৃণমূল নেতা করিম খানের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ওই একই সময়ে তল্লাশি চালানো হয় সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ