শারীরিক পরীক্ষার পর এসএসকেএম থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বললেন ‘দলের সঙ্গে ছিলাম দলের সঙ্গে আছি’ জল্পনা তুঙ্গে
বাংলার জনরব ডেস্ক : দল থেকে সাসপেন্ড করা হয়েছে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দলের প্রতি অটুট আস্থা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। আজ শনিবার দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রেসিডেন্সি জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় তারপর তাকে দ্রুত এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয়।
এই সময় সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরে তিনি প্রথমে জানান শরীরটা ভালো নেই। দলের সঙ্গে আগেও ছিলাম এবং এখনো আছি বলে তিনি এদিন সাংবাদিকদের জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘‘দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি।’’
শনিবার অসুস্থ বোধ করায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে। সেখানে শারীরিক পরীক্ষা শেষে বেরোনোর সময় সংবাদমাধ্যমে তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দেন পার্থ।
গত বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে এজলাস ছেড়ে বেরোনোর সময় আক্ষেপের সুরে পার্থ বলেছিলেন, ‘‘আগে কত লোক থাকত। এখন কেউ নেই!’’ তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব-বৃদ্ধির আবহে পার্থের এই মন্তব্য আলাদা তাৎপর্য পেয়েছে। সেই মন্তব্যের পর শনিবার ‘দলের সঙ্গে আছি’ বলে পার্থের মন্তব্য নয়া মাত্রা যোগ করেছে।
বিরোধীদের একাংশের কটাক্ষ, পার্থকে ‘ঝেড়ে ফেলতে চাইছেন’ তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর তাঁর পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মমতা, সেই প্রেক্ষাপটে পার্থকে নিয়ে তৃণমূলনেতৃত্ব অনেকটাই ‘কঠোর’।