কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্মৃতি সততই মধুর…’শতবর্ষের বর্ষামঙ্গল’ আয়োজনে কলকাতার রামমোহন লাইব্রেরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: ঠিক ১০০ বছর আগের স্মৃতিমেদুরতায় ফিরিয়ে দিল রামমোহন লাইব্রেরিতে আয়োজিত ‘শতবর্ষের বর্ষামঙ্গল’ অনুষ্ঠানটি। ১৯২২ সালের ১৬ আগস্ট স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে কলকাতার এই রামমোহন লাইব্রেরিতেই বসেছিল ‘বর্ষামঙ্গলের’ সেই আয়োজন। ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর দিনেন্দ্রনাথ ঠাকুর এবং বহু গুণীজন। রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন আবৃত্তি পরিবেশন করেন। প্রকাশ করেন একটি পুস্তিকা। ১৮ টি গান নিয়ে ছিল ১৬ পৃষ্ঠার সেই পুস্তিকা।

সেদিনের সেই স্মৃতি উস্কিয়ে দিয়ে গত ১৬ আগস্ট কলকাতার রামমোহন লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুমে আয়োজন করা হয় ‘শতবর্ষের বর্ষামঙ্গল’ নামে গীতি-আলেখ্যের এই রোমাঞ্চকর অনুষ্ঠান। যার গ্রন্থনার দায়িত্বে ছিলেন চৈতালি গঙ্গোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন রচয়িতা রায় দত্ত আর সঞ্চালনায় ছিলেন শুভাশিস দত্ত।

এদিন অনুষ্ঠানে ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তি। আর অবশ্যই ছিলেন রামমোহন লাইব্রেরির সভাপতি ডাঃ সুবীর গাঙ্গুলী, সম্পাদক সঞ্জিত মিত্র, ডাঃ শঙ্কর নাথ প্রমুখ । ১০০ বছর আগে ‘বর্ষামঙ্গলের’ সেই অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আশ্রমিক বহু ভাষাবিদ মাদাম সিলভা লেভি।

অনুষ্ঠান নিয়ে তাঁর অনুভূতি কেমন ছিল, তা লিখে গিয়েছেন মাদাম সিলভা। সেই অনুভূতির কথা মাদামের একটি লেখা থেকেই পড়ে শোনান বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক ডাঃ শঙ্কর নাথ। দৃশ্যত: তাঁর আবেগমোথিত পাঠ হৃদয় স্পর্শ করে যায় সকল শ্রোতৃবৃন্দের।

উপস্থিত সকলে যেন ফিরে গিয়েছিলেন ১০০ বছর আগের সেই দিনটায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ