কলকাতা 

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করলেন সুব্রহ্মণ্যম স্বামী, কী কথা হল ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আরএসএস ঘনিষ্ঠ এবং বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভ সুব্রহ্মণ্যম স্বামী আজ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করেন। এই বৈঠকের পর জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির এই প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারেন। এবং আগামী বছর এই রাজ্য থেকে তিনি রাজ্যসভায় যেতে পারেন। মমতার সঙ্গে প্রায় আধঘন্টা তিনি কথা বলেন রাজ্য ও জাতীয় রাজনীতি নিয়েও কথাবার্তা হয় বলে জানা গেছে।সুব্রহ্মণ্যম স্বামী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসাবে গেরুয়া শিবিরে পরিচিত।

বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ক্রমাগতই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। গত এপ্রিলে তিনি মন্তব্য করেছিলেন, দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোদি সরকার। টুইটারে তিনি লিখেছিলেন, ”গত ৮ বছরে আমরা দেখেছি মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। বরং ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। মোদি চিন সম্পর্কেও অজ্ঞ। সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?”

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ