জেলা 

খেলার মাঠে সম্প্রীতি গড়ে ওঠে : ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্য জুড়ে ১৬ ই আগস্ট পালিত হচ্ছে খেলা হবে দিবস। সেই রেশ ধরেই মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা এলাকার দেবালয় সংঘের মাঠে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হতে দেখা যায় পঞ্চায়েত সমিতি বনাম গ্ৰাম পঞ্চায়েত একাদশ।

রোমহর্ষক ম্যাচ উপভোগ করতে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন উন্নয়নের খেলা চলছে পুরো রাজ্য জুড়ে,তার রেশ ধরেই মাঠে নেমে পুরো দস্তুর খেলোয়াড়ি মনোভাব মানুষকে আরও উন্নত করে।, সারা খেলা দিবসের বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি প্রমুখ।

Advertisement

 

উল্লেখ্য মাঠে নেমে খেলার পাশাপাশি উক্ত দিবস সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বার্তা তুলে ধরেন।ছাত্র সমাজ কে মারমুখি হওয়ার আহ্বান জানান। তিনি বলেন সম্প্রীতির প্রকৃত দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকে খেলার মাঠে।তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল ভাবে বাংলা এগিয়ে যাবে।

পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি কে। পাশাপাশি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ব্লক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আধিকারিকদের। খেলার মাঠে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ঊষা দাস, আনিসুর রহমান, আসাদুল হক, রিঙ্কু সাহাজি, রবিউল ইসলাম, হুমায়ূন রেজা চৌধুরী, শম্পা কাহার,


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ