জেলা 

দেগঙ্গায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রোগীদের হাতে স্বাধীনতার উপহার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :   ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে মহান দেশপ্রেমীদের আত্ম বলিদানে আমাদের দেশ আজ থেকে ৭৫ বছর আগে স্বাধীনতা অর্জন করেছিল।সোমবার ১৫ ই আগস্ট সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। উল্লেখ্য উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা এক মিনিটে স্বাধীনতার পতাকা বৃষ্টি মাথায় তুলতে দেখা যায়।

পাশাপাশি সোমবার সকাল থেকেই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে মানুষের সামনে স্বাধীনতা তাৎপর্য তুলে ধরেন নেতৃত্বরা। বিশেষভাবে উল্লেখ করা যায় পবিত্র স্বাধীনতার দিনে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দিতে দেখা যায় স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, বিশিষ্ট সমাজকর্মী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্যদের।

Advertisement

বিধায়ক রহিমা মন্ডল স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন এর পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান করেন। জেলা নেতৃত্ব তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ তার  জ্বালাময়ী বক্তব্যে ব্রিটিশদের সঙ্গে বর্তমান বিজেপি সরকারকে তুলনা করেন। স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদানকারী মহাপুরুষ লেখক সহ সমগ্র দেশবাসীকে যিনি অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন দেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাই স্বাধীনতার অখন্ডতা বজায় রাখতে উপযুক্ত মানুষের হাতেই দেশের ভার অর্পণ থাকা উচিত। স্বাধীনতার দিনে তিনি ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্ব ভারতকে উপযুক্ত পথ দেখাতে পারবে।

পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি তাঁর বক্তব্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার আহ্বান করে মানুষের ভাতৃত্ববোধ গড়ে তোলার ডাক দেয়। দেগঙ্গা এলাকায় স্বাধীনতা দিবস উদযাপনে উক্ত ব্যক্তি ছাড়াও বিশেষভাবে ভূমিকা পালন করে ঊষা দাস, রিঙ্কু সাহাজি, রবিউল ইসলাম, সুনীল বরণ ঘোষ, লিয়াকত আলী, আসাদুল হক,নৌসাদ উদ জামান, শম্পা কাহার, হাজী আব্দুর রব,মিলন দেবনাথ, আনিসুর রহমান প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ