আন্তর্জাতিক ই-প্রেসক্লাবের ভার্চুয়াল সভা
প্রতিবেদক-বাংলার জনরব : গতকাল ১৪/০৮/২০২২ রবিবার ভারতের ৮ টা এবং বাংলাদেশের ৮.৩০ মিনিট হইতে ‘গুগল মিট’-এর মাধ্যমে আন্তর্জাতিক “ই-প্রেসক্লাব”-এর এক আন্তর্জাতিক আলোচনা সভা সুসম্পন্ন । ২১ টি দেশের ২১টি কমিটি নিয়ে গঠিত আন্তর্জাতিক ” ই-প্রেসক্লাব “, যার কেন্দ্রীয় অফিস বাংলাদেশে, প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল কবির সাহেব। তার মধ্যে অন্যতম ভারতীয় শাখা যার প্রধান কবি-সাংবাদিক আসাদ আলী।
উপস্থিত ছিলেন-বাংলাদেশের চট্টগ্রামের সাংবাদিক যথাক্রমে কাজী জিয়াউদ্দিন সোহেল, এম. এ. আজাদ, মাষ্টার কামাল উদ্দিন, এম. আর. তাওহীদ প্রমুখ।
ভারতের সাংবাদিক মহঃ মফিজুল ইসলাম, আব্দুল গফফার, নৌসাদ মল্লিক, হামিম হোসেন মন্ডল, শেখ সিরাজ, সরবৎ আলি মন্ডল, মহঃ মোস্তফা শেখ,আনোয়ার হোসেন, সেখ আজহার উদ্দীন, রহমাতুল্লাহ রহমত, মনিরুল ইসলাম প্রমুখ।
বন্ধুত্বপূর্ণ পরিচয়পর্ব, সংগঠনের লক্ষ্য, আগামী কর্মসূচি, পত্রিকা প্রকাশ, সাংবাদিকদের আর্থিক স্বাবলম্বী হতে সহযোগিতা, নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাসুদ লস্কর। ভারতের পক্ষে সাংবাদিক আসাদ আলী।
সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও এই সভার সভাপতি সৈয়দ ফজলুল কবির সাহেব।