দেশ 

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের আটক রাহুল – প্রিয়াঙ্কা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আজ শুক্রবার থেকে দেশজুড়ে মোদি সরকারের বিরূদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস।মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। আর এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে সংসদ ভবনের বাইরে রাহুল গাঁধী-সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করল দিল্লি পুলিশ। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চক পৌঁছনোর আগেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সনিয়া গাঁধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়।

এদিন প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে দিল্লি পুলিশের। কংগ্রেস সাংসদদের কয়েক জনকে টেনেহিঁচড়ে বাসে তুলছে কেন্দ্রীয় বাহিনী, এমন দৃশ্য দেখা গিয়েছে। প্রতিবাদ স্বরূপ, কংগ্রেস সাংসদরা সকলেই কালো পোশাক পরে এসেছিলেন।

Advertisement

এ দিন সাংবাদিক বৈঠক করে মোদী সরকারের দিকে তীব্র আক্রমণ শানান রাহুল। তিনি অভিযোগ করেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চার জন মানুষের একনায়কত্ব চলছে। এদিকে এদিন প্রিয়াঙ্কা গান্ধীকেও রাস্তা থেকে তুলে জোর করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে । পুলিশের তার পাকুড়ের ফলে কংগ্রেস কর্মীদের আন্দোলন আরো তীব্র হচ্ছে বলে জানা গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ