আন্তর্জাতিক 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে গণিতের নোবেল ‘ফিল্ডস মেডেল’ পেলেন মেরিনা ভায়াজোভাসকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আফিয়া আনতারার প্রতিবেদন :ইউক্রেনের মেরিনা ভায়াজোভাস্কা হলেন ওই দেশের দ্বিতীয় মহিলা যিনি ফিল্ডস মেডেল পেয়েছেন। ফিল্ডস পদক অঙ্কের নোবেল প্রাইজ নামে পরিচিত। এই ‌ফিল্ডস মেডেল প্রত্যেক চার বছর অন্তর দুই থেকে চারজনকে দেওয়া হয় যাদের বয়স ৪০ বছরের নিচে। ২০২২ এ আর তিনজন ফিল্ডস মেডেল পেয়েছেন যারা তাঁরা হলেন হুগো ডুমিনিল, জেমস মেইনার্ড ,জুন হাহ ।

ভায়াজোভাস্কা হলেন একজন ৩৭ বছর বয়সী মহিলা যিনি বর্তমানে একটি কলেজের অঙ্কের প্রফেসর। তিনি যে সমস্যাটি সমাধান করেছেন সেই সমস্যা উদ্ভূত হয়েছিল আজ থেকে প্রায় ৪০০ বছর আগে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার দ্বারা। যাকে বলা হত ‘kepler’s conjecture’ বা কেপলারের অনুমান। কেপলার বলেছিলেন যে গোলকগুলি প্যাক করার সবচেয়ে সংক্ষিপ্ত উপায় ছিল একটি পিরামিড। অর্থাৎ সবচেয়ে ঘনতম উপায়ে গোলক গুলিকে সাজানো ছিল কেপলারের উদ্ভূত সমস্যা। কিন্তু এটি এমন একটি জটিল সমস্যা যা এতদিন পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। ভায়াজোভাসকা আটটি মাত্রা ব্যবহার করে এই সমস্যা সমাধান করেছেন যাকে E8 জালক বলা হয়।

Advertisement

আগামী দিনে এই মহিলা গণিতবিদ নিশ্চয়ই আরো অনেক সমস্যা সমাধান করতে অগ্রসর হবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ