জেলা 

ইউনিসেফের সহযোগিতায় আমানতের মাতৃদুগ্ধ পান দিবসে ট্যাবলোয় প্রচার পশ্চিম বর্ধমান জেলায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এবং ইউনিসেফের উদ্যোগে শিশুদের মাতৃদুগ্ধ পান দিবস পালন করা হলো গোটা পশ্চিম বর্ধমান জুড়ে ট্যাবলোর মাধ্যমে। সাথে সচেতনতা মূলুক গান এবং বাউল গানের মাধ্যমে জনগণের কাছে সচেতনতা মূলুক বার্তা পৌঁছে দেওয়া হলো। পশ্চিম বর্ধমানে DM অফিসে এই ট্যাবলোর ফিতে কেটে উদ্বোধন করেন ADM General হরিশঙ্কর পানিকার(আইএএস) মহাশয়, সাথে উপস্থিত ছিলেন SDICO শুভদীপ দাস এবং ডাক্তার অমিত মুখার্জী FTMO (NULM ) এবং আরো অনেকে।

হরিশঙ্কর পানিকার মহাশয় আমানতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। তারপর ওখান থেকে ট্যাবলো CMOH অফিসে যায় যেখানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH lll কেকা মুখোপাধ্যায়, ডিস্ট্রিক্ট এন্টোমোলোজিস্ট, প্রোগ্রাম অফিসার এবং উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আরো অন্যান্য কর্মী।

কেকা মুখোপাধ্যায় মহাশয়া মাতৃদুগ্ধ পান দিবসে নয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে বলেছেন।জেলার বিভিন্ন BMOH অফিস, BDO অফিস, UPHC, বোরো অফিস, পঞ্চায়েত অফিস, বাসস্ট্যান্ড, স্টেশন, বাজার এবং প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে জনগণের কাছে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং শিশু ও মায়ের সুরক্ষার গুরুত্ব বিষয়ে সচেতন করা হয় । এই অনুষ্ঠানটি জেলায় দারুণ সাড়া পড়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর চন্দ্রচূড় রায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ