দেশ 

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় কেন বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই জানতে চান? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার থেকে নয়া দিল্লীর যন্তরমন্তরে কেন্দ্রীয় সরকারের কাছে নানা দাবি নিয়ে ধর্নায় বসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সহ-সভাপতি। জানালেন, দাবি পেশ করে স্মারকলিপি দেবেন প্রধানমন্ত্রীকে।

তাঁর বক্তব্য, ‘‘আমাদের দাবিদাওয়া তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি জমা দেবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। জীবনযাপনের খরচ বাড়ছে। দোকান চালানোর খরচ বাড়ছে। সেখানে কেজি প্রতি চাল, গম, চিনিতে লাভের মার্জিন বাড়ানো হয়েছে ২০ পয়সা, যা হাস্যকর। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, এই পরিস্থিতিতে ভর্তুকি দেওয়া হোক।’’

Advertisement

এই সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, বুধবার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন তাঁরা। চাল, গম, চিনিতে ভর্তুকির পাশাপাশি তাঁদের আরও দাবি, এ বার থেকে ভোজ্য তেল, ডালও এই ফেয়ার প্রাইস শপের মাধ্যমে সরবরাহ করা হোক। বিষয়টি ইতিমধ্যে সংসদে তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, জানিয়েছেন বসু।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ