কলকাতা 

নিয়োগ দুর্নীতি ও শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে সোমবার নাগরিক সমাজের মিছিলে উত্তাল কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: চাকুরির নিয়োগ দুর্নীতি ও শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে সোমবার কলকাতায় নাগরিক সমাজের মিছিলে জনজোয়ার।এদিনের মিছিল ছিল দৃপ্ত।এই নাগরিক সমাজের মিছিল বুঝিয়ে দিয়েছে কলকাতার নাগরিক সমাজ বা পশ্চিমবঙ্গের নাগরিক তৃণমূল সরকারের কোনো দুর্নীতি বরদাস্ত করবে না।

এদিনের নাগরিক সমাজ তৃণমূল সরকারকে হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে বাংলার কোণে কোণে এই মিছিল হবে।এদিন কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে মিছিল শুরু হয়।মিছিল ধর্মতলার চৌরঙ্গী মোড় , জহরলাল রোড , পার্কস্ট্রিট মোড় ও মেয়ো রোড হয়ে গান্ধীমূর্তির পাদদেশে এস এস সির চাকরী প্রার্থীদের কাছে শেষ হয়।

Advertisement

এদিন মিছিলে পা মেলান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক পবিত্র সরকার,স্বপন মণ্ডল, তমোনাশ ভট্টাচার্য(ইসকাফ),অমিতাভ চক্রবর্তী(আই পিসিএ) , অনীক চক্রবর্তী, বিমল ঘোষ, কবি মন্দ্রাক্রান্ত সেন, অভিনেতা জয়রাজ ভট্টাচার্য সহ কলকাতার কলাকুশলী-বুদ্ধিজীবীরা। এদিন নাগরিক সমাজের মিছিলকে উৎসাহ দিতে সামিল হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপি আই এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর দেব , দলের নেতা দীপঙ্কর চক্রবর্তী ও শ্যামল মান্না , ফরোয়ার্ড ব্লকের হাফেজ আলম সাইরানি, আর সিপিআই-এর সুভাষ রায়, এম এফ বি-র জয়হিন্দ সিং , আর এসপির মনোজ ভট্টাচার্য, , আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়(এ আই এস এফ), আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় , আইনজীবী ফেরদৌস সামিম।

এদিন কলকাতার সমস্ত ক্ষেত্রের নাগরিক সমাজ সামিল হন এই মিছিলে।এদিন গান্ধী মূর্তির সমাবেশে বক্তব্য্য বলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক পবিত্র সরকার , সুজন চক্রবর্তী প্রমুখ।বক্তারা বলেন , রাজ্যের মানুন জেনে গেছেন তৃণমূল ও দুর্নীতি সমার্থক।তাই এই টাকার পাহাড় উদ্ধারের জন্য‌ নাগরিক সমাজকে কালীঘাট , নবান্ন , বিধানসভা সহ রাজ্যের কোনায় কোনায় আন্দোলনকে সংগঠিত করতে হবে।রাজ্যের মানুষ আমাদের পাশে রয়েছে।রাজ্যের মানুষ আজ উদ্বিগ্ন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ