Fire Accident: মধ্যপ্রদেশের জব্বলপুরে বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, আটজনের মৃত্যু, আহত তিন
বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী এবং তিন জন হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে।গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন।
বেসরকারি ওই হাসপাতালটির নাম নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি হসপিটাল। জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন, জব্বলপুরের দমো নাকা এলাকার ওই হাসপাতালে আগুন লাগে দুপুরেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। বিকেলের মধ্যে ওই আগুন নিয়ন্ত্রণেও আসে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে।
জব্বলপুর পুলিশের প্রধান অখিলেশ গাউর বলেন, ‘‘ভয়াবহ আগুন লেগেছিল ওই হাসপাতালে। তবে আমরা ভিতরে আটকে থাকা প্রায় সবাইকেই বাঁচাতে পেরেছি বলে মনে হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।’’
সোমবারের এই অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে এক কালীন অর্থ সাহায্য করার ঘোষণা করেছেন।