জেলা 

অংককে করো জয়, দূর হবে ভয় : ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির তত্ত্বাবধানে চাকদাহ রামলাল একাডেমীর উদ্যোগে গণিত মেলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্ক-ভীতি দূর করতে, নদিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাকদাহ রামলাল একাডেমী ও কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে ৩০ শে জুলাই হয়ে গেল রাজ্যস্তরের গণিত বিষয়ক কর্মশালা ‘গণিত মেলা’। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সম্ভাবনাময় সংগীত শিল্পী দেয়াসিনি রায়ের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে সারাদিনব্যাপী এই গণিত কর্মশালায় অংশ নেয়। কর্মসূচিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনদের মধ্যে অন্যতম ছিলেন, ডঃ পার্থ কর্মকার [(jDPI) উচ্চশিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা], অধ্যাপক তপন কুমার বিশ্বাস (উপাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়), ড: রিপন পাল(প্রধান শিক্ষক, চাকদহ রামলাল একাডেমী) এবং বিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

স্বাগত ভাষণে ডঃ পার্থ কর্মকার বলেন, এ ধরনের শিক্ষা বিষয়ক কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ একান্ত প্রয়োজনীয় । তিনি মনে করেন কুইজ বিতর্ক ,মডেল নির্মাণ,পোস্টার তৈরি এসবের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক ছাড়াও অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ ও অনুরাগ তৈরি হয়।

কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটির সম্পাদক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য তাঁর ভাষণে বলেন, কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানা উচিত, এটি একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান। গণিত নিয়ে দীর্ঘ তার পরিক্রমা। নিশ্চয়ই অনেকে জানো, এর প্রতিষ্ঠাতা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাঁর লড়াই এবং বিভিন্নমুখী কাজের প্রসঙ্গ টেনে অরিন্দম বাবু ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।

এদিনের কর্মসূচির একটা বিশেষ দিক ছিল বিভিন্ন ধরনের অঙ্ক বিষয়ক মডেল,পোস্টার এবং কুইজ প্রতিযোগিতা!

কর্মসূচির একটা বিশেষ অংশ ছিল,বিশেষজ্ঞ গণিত বিষয়ক শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ। এছাড়াও গণিতে উৎসাহ বৃদ্ধির তাগিদে ছিল গণিত বিষয়ক নানা ধরনের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃতও করা হয় এদিন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চাকদহ রামলাল একাডেমিতে এই দিন আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার সুবিধার্থে,অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে ডঃ পার্থ কর্মকার একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন!

এই স্মার্ট ক্লাসরুম নির্মাণের যাবতীয় আর্থিক অনুদান প্রদান করেছেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান কার্যকরি সমিতির সভাপতি শ্রী অঞ্জন কুমার শাসমল এবং তার সহধর্মিনী শ্রীমতি বিদ্যুৎলতা দেবী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ