কলকাতা 

জোড়াবাগান ট্রাফিক গার্ডে ট্যাক্সি চালকদের বিক্ষোভ-অবস্হান ও স্মারকলিপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা প্রতিনিধি: এ আই টি ইউসি অনুমোদিত টাক্সি ইউনিয়নের নেতৃত্বে শুক্রবার কলকাতার জোড়াবাগান ট্রাফিকগর্ডের সামনে চলল কয়েক ঘন্টা অবস্হান ও বিক্ষোভ কর্মসূচি। ট্রাফিক পুলিসের লাগামহীন জরিমনা, জরিমানা বৃদ্ধি ফরমান প্রত্যাহার , মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবহণ ব্যবস্থাকে ধ্বংসযজ্ঞে পরিণত করার বিরুদ্ধে এই আই টিইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি , কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন ও অ্যাপ-ক্যাব ইউনিয়ন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সামনে এদিন বিক্ষোভ দেখান।

এদিন ট্রাফিক গার্ডের প্রধানকে ঐ দাবিগুলির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।এদিন স্মারকলিপি প্রদান করেন এ আইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ট্যাক্সি পরিবহণ শ্রমিক আন্দোলনের বর্ষীয়ান নেতা নওলকিশোর শ্রীবাস্তব, আরো দুই নেতা হীরা পাশোয়ান ও বিজয় সাউ।

Advertisement

পরে শ্রীবাস্তব বলেন , কলকাতা ও হাওড়া প্রতিটি ট্রাফিক গার্ডের সামনে আমাদের এই কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত।তারপরেও যদি পরিবহণ দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের টনক না নড়ে , তাহলে আমরা অনির্দিষ্ট কালের ধর্মঘটের দিকে অগ্রসর হব। ধারাবাহিক কর্মসূচি এটি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ