কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তম চলচ্চিত্র উৎসব ২০২২ : দুস্থ শিল্পীদের সাহায্যে এগিয়ে এলো শিল্পী সংসদ, পাশে স্যান্ডফোর্ড অ্যাকাডেমি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

তাইবুল হকের প্রতিবেদন: শিল্পী সংসদের উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের ৪৩-তম প্রয়াণ দিবস উপলক্ষে গত রবিবার ২৪ এপ্রিল নন্দন -১ এ উত্তম চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। ৭ দিন ব্যাপি প্রতিদিন ২ টা করে উত্তম কুমারের ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এদিন বিকাল ৩ টায় এই চলচ্চিত্র উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার মিনিস্টার সুব্রত সাহা মহাশয়।সংগীত ও চলচ্চিত্রের প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে উত্তম কলারত্ন সম্মাননা প্রদান করা হয়।

সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বিধায়ক দেবাশিস কুমার, উত্তমকুমারের ঘনিষ্ঠ সাধন বাগচী ও স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্ণধার সেখ জসীমউদ্দীন মন্ডলসহ বহু বিশিষ্ট গুণীজনেরা।

Advertisement

বিকেলে নন্দন প্রেক্ষাগৃহে শুরু হয় মহানায়ক অভিনীত যুগান্তকারী চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে উত্তম চলচ্চিত্র উৎসব ২০২২ । এটা চলবে ৩১ জুলাই পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসব থেকে উপার্জিত অর্থ নিয়ে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর কথা জানান চলচ্চিত্র প্রসার ও প্রচার ও প্রসার সমিতির সাধারণ সম্পাদক সাধন বাগচী। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির পক্ষ থেকেও তাঁর হাতে কিছু অর্থ এদিন তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় রবীন্দ্রসদনে বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রখ্যাত সুরকার এবং নায়ক-নায়িকাদের নিয়ে এক স্মরণানুষ্ঠান হয়। এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,তিনি শিল্পী সংসদের হাতে ৫০,০০০/- টাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার অশোক ভদ্র,অভিনেত্রী ইন্দ্রানী দত্ত, ইন্দ্রানী হালদার সহ একঝাঁক তারকা,বিধায়ক দেবাশিস কুমার, পান্থ মল্লিক, শেখ সাবীর হোসেন সহ বহু বিশিষ্ট গুণীজনেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ