মহানায়ক উত্তমকুমারের ৪২ তম প্রয়াণ দিবস পালন করল ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন
নাফিসা ইসমাত : গত ২৪শে জুলাই মহানায়ক উত্তমকুমার এর ৪২ তম প্রয়াণ দিবস পালিত হলো আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট হল ভবানীপুরে। আয়োজক ছিলেন ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বিজয় শেঠ মেমোরিয়াল এডুকেশন।
প্রথমেই মহানায়কের ছবিতে মালা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জনতার মহানায়ক উত্তম কে বরণ করেন উপস্থিত বিশিষ্ট অতিথি সহ জনপ্রিয় চিত্র পরিচালক সুশান্ত পাল চৌধুরী(টলিউড)!
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র চিত্র গ্রাহক শ্রী গৌর কর্মকার,বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী ব্রম্ভোতোষ চট্টোপাধ্যায়,ফিল্ম প্রোডিউসার হেমন্ত মর্দা,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী বংশী বদন চট্টোপাধ্যায়,চিত্র পরিচালক বিমল দে। সম্মাননিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দে, ডা:প্রকাশ মল্লিক, সিউলি রামানি ও বেনু গোপাল ঘোষ। মঞ্চে বিশেষ সম্মান প্রাপক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা উৎপল হালদার ও অভিনেতা বিশ্বনাথ সাউ।
পুরো অনুষ্ঠানের সম্পাদক উৎপল হালদার,সুজিত চক্রবর্তী, আহ্বায়ক সোমা রায়, ডলি শেঠ,সাংস্কৃতিক সম্পাদক শিশির দত্ত ,সঞ্চালক ল্যাঞ্জু রায়,সৌভিক পাল,উপদেষ্টা প্রদীপ বড়াল উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে অন লাইন নিউজ,সংগীত তরঙ্গ,মুখ্যবার্ত, ডি কে ফটো(সোহম ঘোষ), নিউজ মেনিয়া,বাংলা টাইম,রবিন দাস – হেয়ার কাটিং অনুষ্ঠান প্রচার এর দায়িত্বে ছিলেন।পুরো অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন ডলি শেঠ।