কলকাতা 

West Bengal SSC Scam : হাইকোর্টের নির্দেশে দমদম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হল শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, এসএসসি মামলায় আরো চাপে তৃনমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ অসম থেকে নিয়ে আসা এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইডি আজ সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিশাল কেন্দ্রীয় বাহিনীর কনভয় এস এস কে এম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার জন্য যায়। ঠিক সাড়ে সাতটা নাগাদ এস এস কে এম থেকে পার্থকে নিয়ে কনভয় রওনা হয় দমদম বিমানবন্দরের দিকে। আট নাগাদ বিমান বন্দরে পৌঁছায়,সেখানে অসম থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে।

শনিবারই পার্থকে তোলা হয় ব্যাংকশাল আদালতে। দু’দিনের ইডি হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিকে এজলাসেই পার্থবাবু অসুস্থ বোধ করায় বিচারক তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন। এরপরই তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে এসএসকেএমে যাওয়া হয়। পার্থকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেই এরপর দ্রুত শুনানির আরজি জানায় কেন্দ্রীয় সংস্থা। সেই আরজি মেনে রবিবারই শুনানি হয় হাই কোর্টে। আর তাতেই ভুবনেশ্বরে এমস এ নিয়ে গিয়ে চিকিৎসা করতে বলে  আদালত।

Advertisement

ছুটির দিন রবিবার হাই কোর্টের শুনানিতে ইডির আইনজীবীদের তরফে অভিযোগ করা হয়, ইডি অফিসারদের সঙ্গে ডনের মতো ব্যবহার করছেন পার্থ। হেফাজত এড়াবার জন্য অসুস্থতার নাটক করছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে তাঁদের দাবি, একটি বিশেষ হাসপাতালকেই ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। আইনজীবী বলেন, ”এটা অভিযুক্তের ড্রামা। কেন তিনি এই হাসপাতালকে বেছে নিয়েছেন? কারণ তিনি জানেন, আমি ম্যানেজ করতে পারব ওই হাসপাতালকে।” এরপরই তাঁরা প্রস্তাব দেন, পার্থকে কল্যাণী এইমসে নিয়ে যেতে দেওয়া হোক।

তাঁদের দাবির উত্তরে বিচারপতি চৌধুরী অবশ্য প্রথমে জানিয়েছিলেন, তিনি অভিযুক্তকে কোথাও নিয়ে যেতে দেবেন না। বরং এইমসের চিকিৎসকদের এখানে নিয়ে আসা যেতে পারে। পাশাপাশি কল্যাণী এইমসের উপরে যে তাঁর ভরসা নেই সেকথা জানিয়ে বিচারপতি বলেন, ওখানকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। পরে অবশ্য তিনি নির্দেশ দেন, পার্থকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়ার।

ভোর বেলা না হলেও সোমবার সকালেই পার্থকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হল। তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তাপস পাল এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা ভুবনেশ্বর নিয়ে গেল। এর ফলে মামলার গতি প্রকৃতি অনেকটাই বদলে যেতে পারে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ