দেশ 

প্রকাশিত হলো আইসিএসই দ্বাদশ শ্রেণির ফল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আইসিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল রবিবার ২৪ জুলাই। ফল প্রকাশ করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন।

পরীক্ষার্থীরা cisce.org, results.cisce.org, results.nic.in – এই তিনটি ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২২ সালে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন।

Advertisement

পশ্চিমবঙ্গেও ছবিটা একই রকম। পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এরাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯। বাংলায় আইএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।

দু’টি সেমেস্টারে ভাগ করে বোর্ডের (ISC Class 12 Results) পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বাদশ শ্রেণির পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে মোট চারটি পর্বের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে, এমনটাই জানানো হয়েছিল সিআইএসসিইর তরফে।

বোর্ড আরও ঘোষণা করেছিল, দুই সেমেস্টার-সহ প্র্যাকটিকাল এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরকে সমান গুরুত্ব দিয়ে চূড়ান্ত মার্কশিট তৈরি করা হবে। তবে কোনও পরীক্ষার্থী যদি একটি পরীক্ষাতেও অনুপস্থিত থাকে, তাহলে সামগ্রিকভাবেই তাকে অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে ফলাফল জানতে পারবে না ওই পরীক্ষার্থী।

কোভিড পরিস্থিতির কারণেই ২০২১-২০২২ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুই ভাগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে প্রথম সেমেস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ২০২২ সালের এপ্রিল-মে মাসে। প্রথম সেমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছিল ৭ ফেব্রুয়ারি। তবে মার্কশিট পাননি পরীক্ষার্থীরা। চূড়ান্ত ফলাফলের পরেই নম্বর জানা যাবে। প্রসঙ্গত, গত বছর আইএসসিতে পাশের হার ছিল ৯৯.৭৬ শতাংশ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ