কলকাতা 

CSC : কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্ত দাবি করল এম্পানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) বা প্রাইমারি টেট (Primary TET)-এ যে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)-এ দুর্নীতির বিষয়টি আলাদা নয়। কেননা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি একাধারে উচ্চ-শিক্ষামন্ত্রীও (Higher Education Minister) ছিলেন।

তাছাড়া, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠের ফ্লাট থেকে যে বিপুল পরিমান খামবন্দী টাকা উদ্ধার হয়েছে, তাতে উচ্চ-শিক্ষা দফতরের (Higher Education Department) নাম স্পষ্ট এবং জ্বলজ্বল করছে। অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর ও কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সংঘটিত দুর্নীতি টাকা, উদ্ধারকৃত অর্থের সঙ্গে রয়েছে এটা অনুমান করা খুবই সঙ্গত।

Advertisement

তাই, ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে, তা প্রমাণিত এবং সেই দায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । একইসঙ্গে কমিশনের চেয়ারম্যান দীপক কর (Dipak Kar) এই দুর্নীতির সঙ্গে যুক্ত।

শুধু তাই নয়, উচ্চশিক্ষা দফতর এবং কলেজ সার্ভিস কমিশনের বিভিন্ন আধিকারিক, বোর্ড মেম্বার, CSC ইন্টারভিউ বোর্ডের কিছু সদস্য (নাম আমাদের কাছে আছে) এই দুর্নীতির সঙ্গে জড়িত।

মনে রাখতে হবে, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে ২০১৮ কলেজ সার্ভিস কমিশনে। টাকার বিনিময়ে মেধা তালিকা বহির্ভূত নিয়োগ, নেতা-মন্ত্রীর আত্মীয়-পরিজন চাকরী দেওয়া হয়েছে। বঞ্চিত করা হয়েছে বাংলার মেধাবী, যোগ্য যুব-সমাজকে।

বিগত দুই বছরে, ২০১৮ সালের অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে একাধিক মামলায় কমিশনের গাফিলতি প্রমাণ হয়েছে। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ- উভয় ক্ষেত্রেই দুর্নীতির মামলার রায় CSC-র বিরুদ্ধে গিয়েছে।

তাই, ২০১৮ এম্পানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশন (2018 CSC ECO)- এর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি- অবিলম্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কমিশনের চেয়ারম্যান দীপক কর-সহ অন্যান্যদের CSC নিয়োগ দুর্নীতির তদন্তের আওতায় নিয়ে আসা হোক। এ নিয়ে আমরা আবার দ্রুত সিবিআই (CBI) তদন্ত এবং দুর্নীতির কারণে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবি জানাচ্ছি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ