কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সম্মানিত হলেন সাহিত্যিক অমিয়া বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ ২৪ জুলাই ২০২২ কলকাতার কলেজ স্ট্রিট সংলগ্ন ‘মহাবোধি সোসাইটি’ সভাগৃহে ‘রঙমিলান্তি প্রকাশনী’ আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে বিশেষ সাহিত্য সম্মানে সম্মানিত হলেন গ্রামবাংলা ধনিয়াখালির বিশিষ্ট লেখিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়। যিনি কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা করে আসছেন নিরবে। উল্লেখ্য উপরোক্ত প্রকাশনী‌ থেকে প্রকাশিত ‘ প্রাচীন কুম্ভমেলা ও অন্যান্য মেলা’ গ্রন্থটির জন্যই প্রকাশনীর তরফে তাঁকে ‘রঙমিলান্তি বিভূতিভূষণ পুরস্কার- ২০২২’ সম্মানিত করা হয়। গুণিজন সম্বর্ধনা ও গ্রন্থপ্রকাশের এই অনুষ্ঠানের সভামঞ্চে অন্যান্যদের উপস্থিত ছিলেন স্বনামধন্য বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, নবকল্লোল পত্রিকার সম্পাদক রূপা মজুমদার, রঙমিলান্তি প্রকাশনীর কর্ণধার রাকেশ শর্মা, ধনিয়াখালির তরুন উপন্যাসিক জারিফুল হক ও বিশিষ্ট সমাজ সচেতক স্বর্ণালী সরকার । উল্লেখ্য অমিয়া বন্দ্যোপাধ্যায়ের ‘একাঙ্ক নাটক’ এর একটি গ্রন্থের আবরণ উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়।

গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে রঙমিলান্তির তরফে আরও অনেক কবি সাহিত্যিকদেরও সংবর্ধিত করা হয়। যাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য নবকল্লোল পত্রিকার সম্পাদক রূপা মজুমদার, তাঁকে ‘রঙমিলান্তি সেরা পত্রিকা সম্পাদক-২০২২’ সম্মান প্রদান করা হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ