Arpita Mukherjee Arrest: ‘ পার্থ – ঘনিষ্ঠ’ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করল ইডি
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কিছুক্ষণ পরেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি।
শনিবার সকালে পার্থের গ্রেফতারের পর খবর মিলেছিল, অর্পিতাকেও আটক করা হয়। তার কয়েক ঘণ্টার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে, অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে সোনা ও বিদেশি মুদ্রাও।
রাতভর জিজ্ঞাসাবাদ এর সময় মডেল অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় এত টাকার উৎস ইডিকে স্পষ্ট করে বলতে পারেনি। এই তথ্য গোপন করার দায়ী তাকে গ্রেফতার করা হলো বলে ওয়াকিবহালমহল মনে করছে।