কলকাতা 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়িতে ধাক্কা, গ্রেপ্তার লরিচালক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে লরি ধাক্কা গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটেছে।সোমবার রাত ১১টা নাগাদ কালিকাপুর এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের খবর না থাকলেও ক্ষতি হয়েছে গাড়িটির। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে লরির চালককে গ্রেপ্তার করছে সার্ভে পার্ক থানার পুলিশ। আটক করা হয়েছে লরিটিকেও।

এদিন রাতে কালিকাপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ তাঁর গাড়ির পিছন দিকে থাকা পুলিশের গাড়িতে পাশাপাশি ধাক্কা মারে একটি লরি। যার জেরে পুলিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এরপরই বিরোধী দলনেতার কনভয়ে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা নেমে এসে লরিটিকে আটক করে। ছুটে আসে স্থানীয় সার্ভে পার্ক থানার পুলিশও।

লরির চালক রাম নারায়ণ রামকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের অভিযোগ, মদ্যপ অবস্থা গাড়ি চালাচ্ছিলেন চালক। ব্রেথ অ্যানালাইজার দিয়ে ঘটনাস্থলেই তাঁকে পরীক্ষা করা হয়। কিন্তু তার রিপোর্ট এখনও জানা যায়নি।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, “তিনি কনভয়ে ছিলেন। কিন্তু তাঁর সামনে ঘটনাটি ঘটেনি।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ