Anish Khan Death Mystery : আনিস খান হত্যার সুবিচার না পাওয়া অবধি লড়াই চলবে : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
হাওড়ার আমতার সারদা গ্রামে গত ফেব্রুয়ারি মাসে ১৯ তারিখের গভীর রাতে ছাত্র আন্দোলনের সংগঠক আনিস খানকে ছাদ থেকে ফেলে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আমতা থানার পুলিশ আধিকারিকরা এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে জড়িত, এটা প্রথম থেকে প্রমানিত।
আনিসের বাবা সালেম খান, যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি এই কথা বারবার বলেছেন। তিনি প্রথম থেকেই আদালতে তত্ত্বাবধানে সিবিআই তদন্তে অনড়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার কর্মী ছিলেন আনিস নিজেই, সালেম খানের দাবীকে বরাবর সমর্থন জানিয়ে এসেছে। ঐ ঘটনা ঘটে যাবার পর থেকেই দেখা গেছে রাজ্যসরকারের চূড়ান্ত ন্যক্কারজনক ভূমিকা। অভিযুক্ত পুলিশদের বাঁচাতে তারা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। অথচ, আনিসকে ছাদ থেকে ফেলে দিয়ে এই পুলিশ ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল।
আনিসের দেহ যেখানে পড়েছিল, পুলিশ সেই স্থানটি ঘিরে রাখারও প্রয়োজনবোধ করেনি। বুঝতে অসুবিধা নেই তারা তথ্যপ্রমাণ লোপাট করতেই ব্যস্ত ছিল যাতে ফরেনসিক তদন্ত হোঁচট খায় এবং তড়িঘড়ি নামকোওয়াস্তে ময়নাতদন্ত করার ব্যবস্থা করেছিল। পরে চাপে পড়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছিল। আইএসএফ বারবার বলে এসেছে যে রাজ্যসরকারের তত্ত্বাবধানে কোন নিরপেক্ষ তদন্ত হতে পারে না।
রাজ্যসরকারের গড়া সিট তাই প্রমাণ করে দিল আজ। এরপর ডিভিশন বেঞ্চে গিয়ে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবী জানানো হবে। আশাকরি মহামান্য আদালত সমস্তকিছু বিবেচনা করে সঠিক রায় দেবেন। সুবিচার না পাওয়া অবধি এই লড়াই চলবে।