Mahua Moitra & TMC: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালী নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের সঙ্গে দল সহমত পোষণ করছে না বিবৃতি দিয়ে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস
বাংলার জনরব ডেস্ক : হিন্দুদের দেবী মা কালীকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তার এই কটাক্ষের পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এটা সাংসদের একান্ত নিজস্ব বক্তব্য এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।
গতকাল সোমবার কলকাতার এক অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে একটি ছবির পোস্টার সংক্রান্তে প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়। বিজেপি নেতারা মহুয়ার বক্তব্য নেটমাধ্যমে ভাইরাল করে তাঁকে আক্রমণ শানাতে শুরু করেন।
মঙ্গলবারই বিজেপি নেতাদের আক্রমণের জবাব দেন মহুয়া। তিনি টুইট করেন, ‘আমি সঙ্ঘীদের বলতে চাই, অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না। আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়’।
The comments made by @MahuaMoitra at the #IndiaTodayConclaveEast2022 and her views expressed on Goddess Kali have been made in her personal capacity and are NOT ENDORSED BY THE PARTY in ANY MANNER OR FORM.
All India Trinamool Congress strongly condemns such comments.
— All India Trinamool Congress (@AITCofficial) July 5, 2022
ঘটনাচক্রে, মহুয়ার ওই টুইটের কিছুক্ষণ পরেই সর্বভারতীয় তৃণমূলের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয় দলীয় সাংসদের মন্তব্যের দায় কোনওভাবেই দলের নয়। টুইটে লেখা হয়, ‘একটি অনুষ্ঠানে দেবী কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনওভাবেই নিচ্ছে না তৃণমূল। তৃণমূল ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না। সর্বভারতীয় তৃণমূল এই ধরনের মন্তব্যের নিন্দা করছে।’
প্রসঙ্গত, ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেধেছে।
মহুয়া অভিযোগ করেছিলেন, ওই ঘটনায় গেরুয়া শিবিরের নেতারা তাঁর নাম ইচ্ছাকৃত ভাবে ওই বিতর্কে টানার চেষ্টা করছেন। প্রসঙ্গত, তৃণমূলের টুইটটি প্রকাশ্যে আসার পর আরও একটি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ। সেখানে একটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা, ‘সত্যমেব জয়তে’।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ওই বিষয়ে প্রশ্ন করায় বলেছেন, ‘‘দেবী কালী নিয়ে এমন মন্তব্যের পর রাজ্য তথা দেশের নানা প্রান্তে এফআইআর হচ্ছে বলে শুনেছি। নুপুর শর্মাকে গ্রেফতার করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখতে চাই, তাঁর দলের সাংসদের নিন্দনীয় মন্তব্যের পর তিনি কী ব্যবস্থা নেন।’’
তৃণমূলের একাংশের আবার বক্তব্য, মা কালী বাংলায় কী ভাবে পূজিত হন, তা সকলেই জানেন। সেই পূজার উপাচারে কী থাকে, তা-ও কালীভক্তেরা জানেন। বিজেপির ‘বহিরাগত’রা বিষয়টি নিয়ে জলঘোলা করছে।