কলকাতা 

মা সারদার সঙ্গে মমতার তুলনা, নির্মল মাঝির বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের হাইকোর্টে, আগামী সপ্তাহে শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইতিহাস বিকৃত করার দায়ে তৃণমূল বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয়েছে। সুমনা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা এই মামলা দায়ের করেছেন।

ওই মহিলার আইনজীবী মঙ্গলবার জানান,মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে নির্মল তথ্য বিকৃত করতে চেয়েছেন। রামকৃষ্ণ মিশনও বিবৃতি দিয়ে ওই মন্তব্যের সমালোচনা করেছে। কিন্তু তার পরও নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেননি নির্মল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাই কোর্ট সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য,গত ২৬ জুন ‘প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের’ বাঁকুড়া জেলা সম্মেলনে নির্মল বলেছিলেন, ‘মা সারদা আবার জন্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন’। তাঁর ওই মন্তব্যের পরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে শেষ পর্যন্ত ইতিহাস বিকৃত করার দায়ে নির্মল মাঝিকে আদালতের কাঠগড়ায় দাঁড়তে হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ