জেলা 

ভগবানগোলার দুই নম্বর ব্লকে ঈদ উল আযহা উপলক্ষে শান্তি বৈঠক।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আজ ৪ঠা জুলাই সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের বিডিও অফিসে, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে এক শান্তি সভা হয়।সভাটি সঞ্চালনা করেন দুই নম্বর ব্লকের বিডিও মহ ওয়ারশীদ খান।

এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী,রানীতলার সি আই রজত দাস,ওসি অনিন্দম দাস, নশীপুর হাসপাতালের বি এম ও এইচ উৎপল মজুমদার, , ইমাম সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক,বুল ওয়ারা বেগম, ইমাম বদরুল ইসলাম,প্রধান আলাউদ্দিন সেখ, সামসুল আলম,লুৎফার বিবি, আবু বক্কর, গোলাম সাদিয়ার ওরফে দুলাল, তৈয়ব আলী,স্বপন অধিকারী,মাসাদুল খান,আব্দুর সবুর, কামরুল হাসান মিল্টন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেম গন।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, আগামী ঈদ উল আযহা,এই ঈদ উল আযহা অর্থাৎ কোরবানি আপনারা পালন করুন, কিন্তু কোরবানি পালন করতে গিয়ে, যেন অন্য কেউ অসন্তুষ্ট না হয় বা আঘাত না পায়। বর্জ্য পদার্থ গুলো পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে কিম্বা মাটি খুঁড়ে পুঁতে রাখতে হবে।

ওসি অনিন্দম দাস বলেন, আপনারা ঈদ উল আযহা পালন করুন, কোরবানি দিন কিন্তু ফাঁকা জায়গায় করবেন না আড়ালে করুন, জায়গাটা ঘিরে দেবেন।

ইমাম বদরুল ইসলাম ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির তাৎপর্য ব্যাখ্যা করেন।বি এম ও এইচ উৎপল মজুমদার সুস্হ থাকা এবং কিভাবে খাওয়া দাওয়া করতে হবে তা ব্যাখা করেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ