কলকাতা 

শিক্ষা আন্দোলনের গতি বাড়াতে হবে, তাহলেই মিলবে সুফল, পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভায় ঐক্যবদ্ধ আহ্বান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন : শিক্ষার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে শিক্ষা আন্দোলনকে আরো গতিময় করে তুলতে হবে, আজ কলকাতার মহাবোধি সোসাইটি প্রেক্ষাগৃহে এই ঐক্যবদ্ধ আহবান-এর সুর উঠে এলো পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভায়। প্রধান শিক্ষক সমিতির রাজ্য পর্যায়ের এক্সিকিউটিভ কমিটির সভা ছিল এদিন। সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন শিক্ষক প্রতিনিধিরা।

এদিনের সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শ্রীদাম জানা, অন্যান্যদের মধ্যে প্রাক্তন সভাপতি মানিকলাল রায়চৌধুরী, হাওড়া থেকে আগত সহ সভাপতি পুলক দেব, সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাশু মিশ্র সহ শতাধিক এক্সিকিউটিভ সদস্য বৃন্দ।

Advertisement

আজকের সভায় প্রথমেই প্রয়াত সদস্য ও বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পরে প্রধান শিক্ষক সমিতির ওয়েবসাইট কিভাবে কাজ করছে তা বোঝানো হয় এবং আগামী দিনে তা আরও সুচারুরূপে যাতে পরিচালিত হয় তার জন্য ডিজিটালাইজেশনের ব্যবস্থাকে উন্নততর করা হবে বলে স্থির হয়। প্রতিটি জেলার কর্মকর্তাগণ একে একে জেলার সংগঠন আরো কীভাবে বাড়িয়ে তোলা যায় তার আলোচনা করেন।

পরিশেষে সরকার-এর জনমুখী কাজকর্ম যাতে শিক্ষক কল্যাণে পূর্ণ সহযোগিতা পেতে পারে তা বিস্তারিত ভাবে আলোচিত হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ