দেশ 

রাজস্থানের উদয়পুরের দর্জি কানহাইয়ালালের খুনি রিয়াজ আখতারি বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য, বিজেপি নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে দাবি কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হজরত মুহাম্মদ সা. সম্পর্কে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে সোশ্যাল পোষ্ট করার জন্য রাজস্থানের উদয়পুরের এক দর্জি  কানহাইয়ালালকে কুপিয়ে, গলা কেটে খুন করেছিল যে দুই দুস্কৃতি তাদের মধ্যে একজন বিজেপির নেতা বলে কংগ্রেস দাবি করেছে ।

কংগ্রেসের দাবি ওই দুজন দুস্কৃতির মধ্যে একজনের নাম রিয়াজ আখতারি রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। শুধু তাই নয়। রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের কনভেনর সাদিক খানের সঙ্গে রিয়াজের ছবিও ইতিমধ্যে ভাইরাল। তা ছাড়া বিজেপির কিছু অনুষ্ঠানে রিয়াজ উপস্থিত রয়েছে এমন কিছু স্টিল ছবি তুলে ধরেছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা গুলাব চাঁদ কাটারিয়ার অনুষ্ঠানেও ছবি রয়েছে রিয়াজের।

Advertisement

তবে রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের আহ্বায়ক সাদিক বলেছেন, “আমাদের সঙ্গে রিয়াজের কোনও যোগ নেই।” বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যও রিয়াজের বিজেপি যোগকে ‘ভুয়ো খবর’ বলেছেন।কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, “কানহাইয়ালালের খুনির সঙ্গে বিজেপির যোগ আছে বলেই তড়িঘড়ি এনআইএ-কে নামিয়ে দেওয়া হল। যাতে রাজস্থান সরকার সত্যটা খুঁজে না পায়। এনআইএ-কে দিয়ে আসলে সত্য চাপা দেওয়ার কাজটা করানো হচ্ছে।”
কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন, “আপনারা অবাক হচ্ছেন নাকি রয়াজের বিজেপি যোগের কথা শুনে? আমি তো হচ্ছি না। এটাই ওদের রাজনীতি—পরিকল্পনা করে ঘৃণা ছড়ানো।”তবে এই ছবির রাজনীতি নিয়ে নতুন করে সরগরম হয়েছে রাজস্থানের রাজনীতি। শনিবার পর্যন্ত উদয়পুরে কার্ফু জারি রেখেছে পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ