কলকাতা 

পারুল প্রকাশনীর উদ্যোগে কিংবদন্তি চিকিৎসক বিধান চন্দ্র রায়ের ১৪০-তম জন্মবর্ষ পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: বাংলার রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডা:বিধান চন্দ্র রায়ের ১৪০-তম জন্মবর্ষ নিষ্ঠার সঙ্গে পালন করল প্রকাশনার জগতে খ্যাতনামা ,সংস্থা পারুল প্রকাশনী। কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়কে স্মরণে রেখে তাঁর জন্মদিনটিকে এদেশে ন্যাশনাল ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে ১৯৯১ সাল থেকে।

এ’দিনের ভাবগম্ভীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুল প্রকাশনীর মানেজিং ডিরেক্টর বিশিষ্ট গণিত শিক্ষক ও শিক্ষাপ্রেমী গৌরদাস সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও মাইনোরিটি সেল-এর পরামর্শ দাতা বিশপ পিটার ডাঃ অলোক কুমার মুখোপাধ্যায়। এ ছাড়া অনুষ্ঠানে পারুল পরিবারের শতাধিক কর্মী উপস্থিত থেকে ডা:বিধানচন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

Advertisement

অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এ অংশগ্রহণ করেন সভাপতি ও প্রধান অতিথি। পরে প্রধান অতিথি তাঁর ভাষনে ডা: রায়ের চিকিৎসার ভূয়সী প্রশংসা করে বলেন ডা :রায় ছিলেন একজন্ব ধনন্তরী চিকিৎসক।

দীর্ঘকায় চেহারার এই মানুষটি তাঁর সময়ে ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকরূপে দেশেবিদেশে খ্যাতিলাভ করেছিলেন। তাঁর আর এক পরিচয় ছিল , তিনি ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার । স্বাধীনতা লাভের পর তাঁর চেষ্টাতেই পশ্চিমবঙ্গে বিভিন্নমুখী উন্নয়নের সূত্রপাত হয় এবং বলা চলে তাঁরই পরিকল্পিত পথ ধরেই পশ্চিমবঙ্গের অগ্রগতি এখনও অব্যাহত রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ