কলকাতা 

“NDA-যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত বিরোধীদলের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেয়ার কথা ঘোষণা করেছিলেন। বিরোধীদলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন আই এ এস ও বাজপেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী যশবন্ত সিনহা। ইতিমধ্যে কংগ্রেস সহ সব বিরোধী দলের নেতারা উপস্থিত থেকে যশবন্ত সিনহা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠিক এই মুহূর্তেই আজ রথযাত্রার দিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলেরই সহ-সভাপতি এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি জিতবেন না এটা প্রায় বলেই ফেললেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মতে, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাঁর ভাষায়,”বিজেপি আগে জানায়নি, তাঁরা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।” একথাও বললেন যে, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি।

Advertisement

শুক্রবার দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরত জাহান-সহ অন্যান্যরা ছিলেন তাঁর সঙ্গে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। NDA-যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধী ঐক্যের সঙ্গেই রয়েছেন তিনি। তাঁর কথায়, “বিরোধী দলগুলি মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে। ফলে সবাই না বললে একা ফিরে আসা সম্ভব নয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে অত্যন্ত ইঙ্গিতবাহী, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, ১৯৫৮ সালে ওড়িশার এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী। প্রথমে পেশায় ছিলেন শিক্ষিকা। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৯৭ সালে। রায়রাংপুরের জেলা বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর দু’বার বিধায়কের আসনে বসেন। নবীন পট্টনায়কের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি। এরপর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে গত বছর পর্যন্ত কাজ করেন মুর্মু। চমক দিয়ে এবার আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি (BJP)। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ